সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

সোভিয়েত আমলে নির্মিত ইলিউশিন আইএল-৭৬ উড়োজাহাজ। ফাইল ছবি: ডয়চে ভেলে
সোভিয়েত আমলে নির্মিত ইলিউশিন আইএল-৭৬ উড়োজাহাজ। ফাইল ছবি: ডয়চে ভেলে

সুদানে পরিবহনের কাজে ব্যবহার হোত এমন একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার দুই সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইলিউশিন আইএল-৭৬ মডেলের রুশ পরিবহন উড়োজাহাজটি লোহিত সাগরের তীরবর্তী শহর পোর্ট সুদানের ওসমান দিগনা বিমানঘাঁটিতে অবতরণ করার সময় 'কারিগরি ত্রুটির' কারণে বিধ্বস্ত হয়।

এক সামরিক সূত্র নাম না প্রকাশের শর্তে এই তথ্য জানান।

অপর এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেন, 'উড়োজাহাজের সকল ক্রু নিহত হয়েছেন।'

উড়োজাহাজে কতজন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে কতজন হতাহত হয়েছেন, এ বিষয়ে এখনো সুদানের সেনাবাহিনী কোন আনুষ্ঠানিক তথ্য জানায়নি।

সোভিয়েত আমলে নির্মিত আইএল-৭৬ পরিবহন উড়োজাহাজটি দীর্ঘদিন ধরে সুদানের সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেছে। এটি যুদ্ধক্ষেত্রে সেনা ও সামরিক উপকরণ পৌঁছে দিতে ব্যবহার হয়।

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান-এর নেতৃত্বাধীন সরকারি সশস্ত্র বাহিনীর (এসএএফ) বিরুদ্ধে লড়ছে তারই এক কালের সহযোগী ও 'বন্ধু' মোহামেদ হামদান 'হেমেতি' দাগালো-এর আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

চলতি বছরের জানুয়ারিতে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সংঘাতে নিহতের সংখ্যা অন্তত দেড় লাখ।

সুদানের লাখো মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় আছেন। অনাহার দুর্দশায় ধুকে ধুকে মরছেন। দেশটির বড় অংশজুড়ে যুদ্ধ চলছে। 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

13h ago