যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২, আহত ৮
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পর সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
রয়টার্স বলছে, গুলির কয়েক ঘণ্টা পরও ক্যাম্পাসসংলগ্ন সড়কগুলো বন্ধ ছিল। সন্দেহভাজনকে ধরতে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
এক সংবাদ সম্মেলনে প্রভিডেন্সের কর্মকর্তারা জানান, পুলিশ কালো পোশাক পরা একজনকে খুঁজছে এবং আশপাশের এলাকার ভিডিও ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে, যেন সন্দেহভাজনকে আরও স্পষ্টভাবে চিহ্নিত করা যায়।
কর্মকর্তারা বলেন, ব্রাউনের বারাস অ্যান্ড হলি ইঞ্জিনিয়ারিং ভবনে গুলির পর হামলাকারী পালিয়ে যায়। সেখানে তখন পরীক্ষা চলছিল।
প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি বলেন, 'বড়দিনের আর দেড় সপ্তাহ আছে। তার আগে দুজন মারা গেলেন এবং আরও আটজন হাসপাতালে ভর্তি। আপনারা পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন।'
ভুক্তভোগীরা শিক্ষার্থী ছিলেন কিনা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
ব্রাউন ইউনিভার্সিটি রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সের কলেজ হিলে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে লেকচার হল, গবেষণাগার ও ছাত্রাবাসসহ শত শত ভবন রয়েছে।
গুলির খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদে স্থানে অবস্থান করতে বলে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ছুটির কেনাকাটায় ব্যস্ত মানুষ ও কনসার্টে অংশ নেওয়া হাজারো লোকের ভিড় থাকায় সন্দেহভাজনকে খুঁজে পেতে কিছুটা সমস্যা হয়। ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী এবং আশপাশের শহর ও টাউনের পুলিশও অভিযানে সহায়তা করছে। শহরের বিভিন্ন ভেন্যুতে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ঘটনার বিবরণ শুনেছেন এবং একে 'ভয়াবহ' বলে উল্লেখ করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উন্নত বিশ্বের অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের স্কুল, কর্মস্থল ও উপাসনালয়ে গণগুলির ঘটনা বেশি ঘটে। কারণ দেশটিতে অস্ত্র আইনের বিধিনিষেধ তুলনামূলকভাবে শিথিল।
'গান ভায়োলেন্স আর্কাইভ' অনুযায়ী, চার বা তার বেশি ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাকে গণগুলিবর্ষণ ধরা হয়, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এমন ৩৮৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে অন্তত ছয়টি ঘটেছে স্কুলে।
গত বছর যুক্তরাষ্ট্রে ৫০০টিরও বেশি গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছিল বলে আর্কাইভটি জানিয়েছে।


Comments