ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিমান হামলা, আহত ৩২ 

ছবি: এএফপি

দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া শহর এবং এর আশপাশে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ টেলিগ্রামে লিখেছেন, আহত সবাই শহর এবং এর আশপাশের এলাকার বাসিন্দা।

উদ্ধারকারী সংস্থাগুলো জানায়, আবাসিক ফ্ল্যাট, একটি বাড়ি ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

ঘটনাস্থলে থাকা এএফপি সাংবাদিকরা দেখতে পান, বহুতল আবাসিক ভবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন, আর সেখান থেকে কালো ধোঁয়া আকাশে উড়ছে।

ফেদোরভ জানান, জাপোরিঝঝিয়ার দক্ষিণে কুশুহুম এলাকায় একটি বেসামরিক গাড়িতে রুশ ড্রোন হামলায় আরও দুইজন আহত হয়েছেন।

শিল্পনগরী জাপোরিঝিয়ার যুদ্ধের আগে জনসংখ্যা ছিল প্রায় ৭ লাখ ১০ হাজার। শহরটি ফ্রন্টলাইন থেকে প্রায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে শহরটি নিয়মিত রুশ হামলার লক্ষ্য হয়ে আসছে।

২০২২ সালের শেষ দিকে ক্রেমলিন দাবি করে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের আরও তিনটি অঞ্চলের সঙ্গে এই বৃহত্তর অঞ্চলটিকেও তারা নিজেদের সঙ্গে সংযুক্ত করেছে।

নতুন এই হামলা এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে ইউক্রেনকে শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। সমালোচকদের মতে, এসব প্রস্তাব ক্রেমলিনের জন্যই বেশি সুবিধাজনক।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

1h ago