কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

কিয়েভে রুশ হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে কান্নাকাটি করছেন ইউক্রেনীয়রা। ছবি: এএফপি
কিয়েভে রুশ হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে কান্নাকাটি করছেন ইউক্রেনীয়রা। ছবি: এএফপি

কিয়েভে বৃহস্পতিবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করে জানায়, এর আগে নিহতের সংখ্যা দুই শিশুসহ ১৬ জন ছিল।

কিন্তু এরপর সাভিয়াতোশিনস্কি জেলার একটি আবাসিক ভবন থেকে উদ্ধারকারীরা ২ বছর বয়সী এক শিশুসহ মোট ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। যার ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বৃহস্পতিবারের হামলায় ১৬ শিশুসহ মোট ১৫৯ জন আহত হয়েছেন।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঝাপোরিঝঝিয়ায় রুশ হামলায় আজ শুক্রবার সকালে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই অঞ্চলের সামরিক প্রশাসন টেলিগ্রামে পোস্ট করে এই দাবি জানিয়েছে।

বৃহস্পতিবারের হামলার পর আজ ইউক্রেনে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর এটি রাজধানী কিয়েভের ওপর সংঘটিত সবচেয়ে মারাত্মক হামলার অন্যতম।

রুশ হামলায় বিধ্বস্ত কিয়েভের একটি আবাসিক ভবন। ছবি: এএফপি (৩১ জুলাই, ২০২৫)
রুশ হামলায় বিধ্বস্ত কিয়েভের একটি আবাসিক ভবন। ছবি: এএফপি (৩১ জুলাই, ২০২৫)

হামলার কয়েক ঘণ্টা পর মিত্রদেশগুলোর প্রতি রাশিয়ার 'শাসক পরিবর্তনের' উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী আচরণের প্রতি তীব্র নিন্দা জানান। তিনি উল্লেখ করেন, মস্কোর বিরুদ্ধে নতুন অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করা হবে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'রাশিয়া—আমার মতে, তারা যা করছে, তা নিন্দনীয়। আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয়।'

এর আগে, সোমবার মার্কিন নেতা মস্কোকে তাদের চার বছর ধরে চলমান আগ্রাসন বন্ধের জন্য '১০-১২' দিন বেঁধে দেন। হুশিয়ারি দেন, এর অন্যথা হলে বিধিনিষেধের কবলে পড়বে রাশিয়া। 

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago