‘পুতিন পাগল হয়ে গেছেন’

পুতিনকে বদ্ধ পাগল বলে অভিহিত করেছেন ট্রাম্প। ফাইল ছবি: সংগৃহীত
পুতিনকে বদ্ধ পাগল বলে অভিহিত করেছেন ট্রাম্প। ফাইল ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নাখোশ। তিনি পুতিনকে 'বদ্ধ পাগল' বলেও অভিহিত করেছেন।

আজ সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।

টানা তিন রাত ধরে ইউক্রেনের বিরুদ্ধে আকাশপথে তীব্র হামলা চালাচ্ছে মস্কো। তিন বছরের ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এটিই সবচেয়ে বড় হামলা বলে ধারণা করা হচ্ছে। এই হামলার সূত্রেই 'বন্ধু' পুতিনের সমালোচনায় মুখর হয়েছেন ট্রাম্প।

সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, 'রাশিয়ার (প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই ভালো সম্পর্ক ছিল। কিন্তু, তার কিছু একটা হয়েছে।'

'তিনি বদ্ধ পাগল হয়ে গেছেন! অকারণে অসংখ্য মানুষকে হত্যা করছেন তিনি, এবং আমি শুধু সেনাদের কথা বলছি না,' যোগ করেন ট্রাম্প।

'আমি সব সময়ই বলে এসেছি, তিনি শুধু অংশবিশেষ নয়, পুরো ইউক্রেন দখল করতে চান। সম্ভবত আমার ধারণা সত্য বলে প্রমাণিত হতে চলেছে। তবে তিনি যদি সে পথে হাঁটেন, তাহলে তা রাশিয়ার পতনকে অনিবার্য করে তুলবে।'

গত রোববার সন্ধ্যায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমি জানি না পুতিনের কী হয়েছে। আমি তাকে অনেকদিন ধরে চিনি। আমার সঙ্গে সব সময়ই তার সুসম্পর্ক ছিল।'

'কিন্তু তিনি শহরে রকেট ছুড়ে মানুষ মারছেন। আমি তা মোটেও পছন্দ করছি না।'

রাশিয়ার বিরুদ্ধে আরও বিধিনিষেধ আরোপ করবেন কিনা, এর জবাবে ট্রাম্প বলেন, 'অবশ্যই করবো।'

গত শনিবার রাতভর ইউক্রেনে রুশ হামলায় অন্তত ১২ জন নিহত হন।

কিয়েভ জানিয়েছে, ওই হামলায় ৩৬৭টি ড্রোন-ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর এটিই ক্রেমলিনের পক্ষ থেকে সবচেয়ে বড় হামলা।

তবে রোববার থেকে রুশ হামলার মাত্রা কমে আসে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী ৯৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

Comments

The Daily Star  | English

Public service recruitment: Govt to scrap political vetting

The practice of vetting a candidate's political affiliation through intelligence agencies before recruitment and promotion is set to be scrapped

15h ago