শুক্র-শনিবার আলোকিতে ‘আড্ডা চলে’

ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশের ২৪টি উদ্যোগ নিয়ে অন্য ধরনের এক প্রদর্শনীর আয়োজন হতে যাচ্ছে গুলশানের আলোকিতে। আগামী শুক্র ও শনিবার অর্থাৎ ১০ ও ১১ জানুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত উদ্যোক্তারা থাকবেন তাদের পণ্যের পসরা নিয়ে।

ক্রেতা-দর্শনার্থীরা যেন কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে দেখা পণ্যগুলো হাতে ধরে, তুলনা করে, গুণাগুণ বিচার করে কিনতে পারেন, সেজন্যই এই আয়োজন, যার নাম 'আড্ডা চলে'।

তবে অন্যসব মেলার চেয়ে আড্ডা চলে কিছুটা ভিন্ন, চতুর্থবারের মতো আয়োজিত এই প্রদর্শনী কেবল বিকিকিনির জন্য নয়। বছরে একবার ক্রেতার সঙ্গে বিক্রেতার দেখা হবে, তারা নিজেদের ছোট ছোট কথা ভাগ করে নেবেন, ক্রেতার চাহিদা সরাসরি জানবেন বিক্রেতা, দুপক্ষের আলাপে নতুন নতুন উদ্ভাবন হবে, এটাই আড্ডা চলের মূল উদ্দেশ্য।

এবারের 'আড্ডা চলে'তে অংশ নিচ্ছে—ঈহা, ওয়ারহাউজ, রংধনু ক্রিয়েশন, ম্যালাকাইট ক্যাসকেট, অরাম বাংলাদেশ, রানঝুনি, বিবিধ, বক্স অব অর্নামেন্টস, কারখানা, বেনে বৌ, আইজা, আর্টোপলিস, শাড়িকথন, দয়ীতাকথন, অনন্যা, কফি ট্র‍্যাপ, ঢাকা কমিক্স, সো-নো-মি, আরুনিকা, সীমিন্তিনী, লিটল ক্রিয়েশনস বাই আফরিন, অন ক্লাউড নাইন অ্যান্ড হাফ, সোহা জুয়েলারি এবং ওল্ড স্কুল আর্ট রুম।

পোশাক থেকে শুরু করে গয়না, টিপ, কসমেটিকস, খেলনা, বই, ঘর সাজানোর সামগ্রী; সব এক ছাদের নিচে পেতে যেতে হবে 'আড্ডা চলে'তে।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

1h ago