আকর্ষণীয় উপহার বাছাইয়ের কিছু উপায়
উপহার পেলে যেমন ভালো লাগে, ঠিক তেমনি চমৎকার একটি উপহার দিতে পারার মধ্যেও এক ধরনের তৃপ্তি রয়েছে। অনেকের ক্ষেত্রে উপহার হলো ভালোবাসার প্রকাশ। স্নেহ, ভালোবাসা ও জীবনের বিশেষ মুহূর্ত উদযাপনের অন্যতম মাধ্যম হলো উপহার।
একটা উপযুক্ত উপহার নির্বাচন করা সত্যিই ভীষণ চ্যালেঞ্জিং। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে উপহার নির্বাচন করাটা বেশ সহজ হয়ে যায়।
কাস্টমাইজড উপহার
একটি উপহারকে 'বিশেষ' করে তোলার বেশ কিছু উপায় রয়েছে। যেমন: সাধারণ চাবির রিংয়ের বদলে তাদের নামের প্রথম অক্ষর ও পছন্দের ফুল দিয়ে রেসিনের কাস্টম চাবির রিং উপহার হিসেবে দেওয়া যেতে পারে। অথবা, ছোট সফট টয়ের ভেতরে একটি চিরকুট গুঁজে দিতে পারেন এবং তাতে লিখে দিতে পারেন—কেন আপনি এই উপহারটি তার জন্য বেছে নিয়েছেন। কাস্টমাইজড উপহারের ক্ষেত্রে ওয়ালেট বা নেকলেসে প্রিয়জনের নামের প্রথম অক্ষর বা কোনো অর্থবহ শব্দ দিয়ে খোদাই করে নিতে পারেন।
যাদের সম্পর্কে আপনি খুব একটা বেশি কিছু জানেন না বা যাদের কাছে ইতোমধ্যেই অনেক কিছু রয়েছে, তাদের ক্ষেত্রে কাস্টমাইজড উপহার বিশেষ অর্থ বহন করে।
ব্যক্তির পছন্দকে প্রাধান্য দেওয়া
ব্যক্তিগত পছন্দকে মাথায় রেখেও উপহার বাছাই করা যেতে পারে। যেমন: একজন ফুটবল-প্রেমীকে জার্সি উপহার দেওয়া যেতে পারে। এ ধরনের উপহার বাছাইয়ের ক্ষেত্রে উপহারের চেয়ে বরং ব্যক্তির রুচির ওপর প্রাধান্য দিতে হবে।
যাদেরকে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, তারা হয়তো ঠান্ডা পানি রাখার বোতল বা স্মার্ট ওয়াচ বেশি পছন্দ করবেন। আর যারা উজ্জ্বল রঙের কাপড় পরেন, তাদের জন্য দৃষ্টিনন্দন কোনো উপহার বেছে নেওয়া যেতে পারে।
এ পর্যন্ত আমার পাওয়া অন্যতম সেরা উপহার হলো একটি কার্ল ক্রিম সেট। আমার চুল স্বাভাবিকভাবেই কোঁকড়ানো এবং এ বিষয়টি নিয়ে আমি বিশেষভাবে কখনো কারো সঙ্গে কথা বলিনি। তবুও একজন বন্ধু বিষয়টি লক্ষ্য করে সেই ক্রিম সেটটি আমাকে উপহার দিয়েছে। এই বিশেষভাবে খেয়াল করার ব্যাপারটি বিপরীত প্রান্তে থাকে ব্যক্তির কাছে অনেক গুরুত্ব বহন করে।
এমন কিছু যা সাধারণত তারা নিজেদের জন্য কেনে না
কিছু কিছু জিনিস, যেমন: সুগন্ধি মোমবাতি, স্লিপ মাস্ক বা স্পা ভাউচার, মানুষের জীবনে খানিকটা আভিজাত্য যোগ করে। কিন্তু এগুলো অনেকেই নিজের জন্য সাধারণত কেনেন না। এই জিনিসগুলো যে খুব চড়া দাম দিয়ে কিনতে হবে, তা নয়। কিন্তু এই জিনিসগুলো পেলে তারা হয়তো নিজেকে বিশেষ মনে করবে। এই ছোট ছোট উপহারগুলো অনেক সময় স্মরণীয় হয়ে থাকে।
এ ছাড়াও, গোসলে ব্যবহৃত প্রসাধনী ও বাথরোব একসঙ্গে একটি সেট হিসেবে উপহার দিতে পারেন; অথবা প্রিয় রং বা খাবারের ডিজাইনের আদলে টিফিন বক্সও দেওয়া যেতে পারে।
আকর্ষণীয় মোড়ক
একটি উপহারকে সুন্দরভাবে উপস্থাপন করাও খুব গুরুত্বপূর্ণ। র্যাপিংয়ের দক্ষতা না থাকলেও চলবে, তবে একটি সুন্দর র্যাপিং পেপার, ফিতা বা বক্স বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে, যা উপহারটিকে বিশেষ করে তুলবে।
সুন্দরভাবে র্যাপিং করা উপহার ব্যক্তি মনে কৌতূহল সৃষ্টি করে। আমি সবসময় উপহারের সঙ্গে একটি চিরকুট দিতে চেষ্টা করি, যাতে লেখা থাকে কেন আমি তার জন্য এই উপহারটি বেছে নিয়েছি। আমার মতো আপনিও যদি র্যাপিংয়ে একদম অপটু হয়ে থাকেন, সেক্ষেত্রে গিফট ব্যাগ একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে।
দাম নিয়ে খুব বেশি ভাববেন না
একটি ভালো উপহার মানে এই নয় যে, সেটা খুব দামি হতে হবে। আপনি কোন ভাবনা থেকে উপহারটি একজনকে দিচ্ছেন সেটাই মুখ্য। হ্যান্ডমেড ব্রেসলেট, প্রিয় লেখকের বই কিংবা পছন্দের রঙের একটি কার্ড তাদের কাছে বিশেষ অর্থপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি চাইলে রেসিন দিয়ে গয়না বানাতে পারেন বা স্টেশনারি দোকান থেকে পলিমার ক্লে কিনে ঘর সাজানোর সুন্দর জিনিস বানাতে পারেন। বিভিন্ন ধরনের পুঁতি দিয়ে হাতে বানানো ফ্রেন্ডশিপ ব্রেসলেটও স্মৃতিতে আজীবন অমলিন হয়ে থাকে।
অনুবাদ করেছেন শবনম জাবীন চৌধুরী


Comments