‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

বাংলা একাডেমির 'নজরুল পুরস্কার' পাচ্ছেন গবেষক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে গবেষণা, গানের চর্চা ও প্রসারের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন দুজন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে আগামীকাল রোববার বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুলজয়ন্তী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।
কুমিল্লার মোগলটুলিতে ১৯৫২ সালের ১৯ জানুয়ারি জন্ম অধ্যাপক আনোয়ারুল হকের। ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র। প্রফেসর পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলা বিভাগ থেকে অবসর নিয়েছেন ২০১০ সালে। জীবনভর অধ্যাপনায় কাটিয়ে দেওয়া এই শিক্ষক গবেষণায় মগ্ন থেকেছেন নজরুলের জীবন-সৃষ্টি নিয়ে। তার অন্তর বাইরের বৃত্তাবদ্ধ জীবন ঘুরে দেখার, আনন্দের অন্য ভূবন। এখানে তিনি স্বচ্ছন্দ, সাবলীল এবং সহজ। 'প্রেমজ' এই কথাশিল্পীর দ্বিতীয় গল্পগ্রন্থ। নজরুল নিয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে নজরুল ও তাঁর বৈরিপক্ষ, নজরুল পরিক্রমা, নজরুল নার্গিস প্রমীলা নবমূল্যায়ন ইত্যাদি।
শবনম মুশতারী নজরুল সংগীতের চর্চা শুরু করেন ষাটের দশকের শুরুতে। এক সময় টেলিভিশনে নজরুল সংগীতের অনুষ্ঠানে শবনম মুশতারীর ছিল উজ্জ্বল উপস্থিতি। নজরুলের গান নিয়ে বিভিন্ন সময়ে তার কয়েকটি অ্যালবামও প্রকাশ হয়েছে। তার বাবা তালিম হোসেন ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি এবং মা বেগম মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলা বিষয়ক পাতার সম্পাদক, কথাসাহিত্যিক ও সাংবাদিক। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুল সঙ্গীত শিল্পী।
Comments