কবি নেহাল হাফিজ মারা গেছেন 

কবি হেলাল হাফিজের কনিষ্ঠ ভাই কবি নেহাল হাফিজ মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ৫: ২০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

কবির মেয়ে মণীষা সুলতানা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বয়সের নানান জটিলতায় ভুগছিলেন। গত সপ্তাহে ময়মনসিংহ মেডিকেলে বাবাকে ভর্তি করাই। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ৫: ২০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

নেহাল হাফিজ জন্মগ্রহণ করেন ১৯৭৩ সালের ৩ জানুয়ারি। তার বাবাও ছিলেন নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক এবং স্বভাবকবি। ভাইদের একজন দেশবরেণ্য কবি হেলাল হাফিজ। তার দুই কন্যা মণীষা সুলতানা (নেলী) ও বিপাশা সুলতানা (নীলা)। স্কুলজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি বিশেষ করে কবিতার নেশা কবিকে পেয়ে বসে।

কবির তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ- ভাগ্যিস! তুমি বেঁচে গেলে সীতা (১৯৯৭), নীল বোতামের কাব্য (২০১৭), নীল নীলিমার নীলে (২০১৮)।

গত বছর ১৩ ডিসেম্বর কবি হেলাল হাফিজ মারা গেছেন। 

Comments

The Daily Star  | English
inside story of the attack on Daily Star office

Inside a coordinated assault on The Daily Star

Reporter recounts how vandalism, smoke, and security threats shut down the newsroom

5h ago