যে ৫ দেশের যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করল ভারত

ভারতের করোনার ভ্রমণবিধি
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা লাগেজ নিয়ে অপেক্ষা করছেন। ২২ ডিসেম্বর, ২০২২। ছবি: রয়টার্স

চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে ভারত।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ৫ দেশের যাত্রীদের করোনার উপসর্গ দেখা দিলে বা পজিটিভ রিপোর্ট এলে তাদের কোয়ারান্টিনে রাখা হবে বলে জানিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়।

এর আগে মনসুখ মান্ডবীয় বলেছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সংক্রমণ বেশি এমন দেশ চিহ্নিত করা হবে। সেখান থেকে যারা ভারতে আসবেন তাদের (কোভিড-১৯) আরটি-পিসিআর রিপোর্ট আপলোড করতে হবে। তারপর আসতে হবে।

তিনি বলেন, যাত্রীদের একটি সরকারি ওয়েবসাইটে তাদের করোনার প্রতিবেদন আপলোড করতে হবে এবং ভারতের নামার সময় থার্মাল স্ক্রিনিং করতে হবে।

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

41m ago