কানাডায় কপিল শর্মার ক্যাফেতে বন্দুক হামলা

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফে 'ক্যাপ'স ক্যাফেতে' বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়। কানাডার সারেতে অবস্থিত কফিশপটিতে এ নিয়ে তৃতীয়বার হামলা চালানো হলো।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, কুলবীর সিধু নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এ হামলার দায় স্বীকার করেছেন। তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে।
কুলবীর সিধু সাধারণ জনগণকে ক্যাফে থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।
সারে পুলিশ সার্ভিস জানায়, '১৬ অক্টোবর ভোর আনুমানিক ৩টা ৪৩ মিনিটে সারের ১২০ নম্বর স্ট্রিটের ৮৪০০ ব্লকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিতে ব্যবসা প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ভেতরে কর্মচারীরা উপস্থিত থাকলেও কেউ আহত হননি।'
পুলিশ জানায়, ঘটনাস্থলে একাধিক গুলি ছোঁড়া হয়েছিল এবং দেওয়াল ও জানালায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির জানালা থেকে হাত বের করে অন্তত অর্ধডজন গুলি ছোড়ে।
কপিল শর্মা বা তার টিম এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এর আগে ৯ জুলাই ও ৭ আগস্ট (স্থানীয় সময়) একই ক্যাফেতে গুলি চালানো হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কুলদীপ সিধু ও গোল্ডি ঢিল্লন দাবি করেছেন, ক্যাপ'স ক্যাফেতে তিনটি গুলির ঘটনার দায়িত্ব আমরা নিচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।
তারা আরও লিখেছেন, যাদের সঙ্গে আমাদের বিবাদ আছে, তারা আমাদের কাছ থেকে দূরে থাকুক। যারা অবৈধ কাজে জড়িত এবং অন্যদের প্রাপ্য পরিশোধ করে না, তাদেরও প্রস্তুত থাকতে হবে।
এছাড়া পোস্টে হুঁশিয়ারি দেওয়া হয়, যারা বলিউডে ধর্মবিরোধী কথা বলে, তারাও সাবধান থাকুক… গুলি যেকোনো দিক থেকে আসতে পারে।
এই ঘটনার তদন্ত শুরু করেছে সারে পুলিশ সার্ভিস এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Comments