নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের মিছিল, ঠেকাল পুলিশ

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসেসের বিক্ষোভ মিছিল। ছবি: এপি

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের নয়াদিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে আরএসএসের বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে দিল্লি পুলিশ।

আজ সকাল ১১টার দিকে ভারতের ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস এবং আরও কয়েকটি সংগঠনের কয়েকশ মানুষ এ বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শুরু হলে দিল্লির তিন মূর্তি মার্গ গোলচত্বরে তাদের বাধা দেয় পুলিশ। হাইকমিশন থেকে বেশ কিছু দূরে ওই এলাকায় পুলিশ লোহার ব্যারিকেড বসায়।

গত সপ্তাহে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভের পর কার্যালয় প্রাঙ্গণে হামলা করে আরএসএসের নেতৃত্বে একদল লোক।

সেদিন বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ জানানোর পর ভারতজুড়ে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়।

দিল্লির এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, 'বিক্ষোভের কারণে আমরা বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। কাউকে আইন ভঙ্গ করতে দেওয়া হবে না।'

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

3h ago