ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত
আজ শনিবার ভোরে ভালুকা উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত হন | ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ শনিবার সকাল ১১টার দিকে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদিন ভোর ৫টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় জানা গেছে। তিনি হলেন—ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামের আমির হোসেন মন্ডলের ছেলে আব্দুল হালিম। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি বলেন, 'ঢাকাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

'আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি,' বলেন শফিকুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Garment exports to US rise 5% in July-October

Garment exports to the USA, the country’s largest single export destination, increased by 5.14 percent to $2.59 billion during July-October, despite facing a 20 percent reciprocal tariff imposed by the US under President Donald Trump’s administration..The USA accounted for 19.92 percent of

2h ago