জামালপুরে ট্রাকচাপায় সিএনজির ৫ যাত্রী নিহত

দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

জামালপুরের দিগপাইতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সদর ও সরিষাবাড়ি উপজেলার সীমান্তবর্তী দিগপাইত উপশহর এলাকার করগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক ও সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মিয়া দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, জামালপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত মধুপুরের দিকে যাচ্ছিল। দিগপাইত উপশহরের করগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন ও দুইজন গুরুতর আহত হন বলে জানান তিনি।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন।

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। 

দুই থানার ওসি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

Comments

The Daily Star  | English

Businesses file Tk 600cr insurance claims over Dhaka airport fire

A government probe has found that unsafe storage practices and the absence of fire protection systems allowed the blaze to spread.

9h ago