মেলান্দহে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

জামালপুরের মেলান্দহ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের রিপন মিয়া (৪০) ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয়রা দাবি করেন, গভীর রাতে রিপন মিয়া প্রতিবেশী বুরহান উদ্দিনের বাড়িতে চুরি করতে গেলে গ্রামবাসীর হাতে ধরা পড়েন। পরে তাকে মারধর করা হলে ঘটনাস্থলেই মারা যান।
মেলান্দহ থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায় বলেন, 'এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি বলেন, 'নিহত রিপনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।'
Comments