নারায়ণগঞ্জে ডাকাতি মামলার আসামিকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মো. আয়নাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আয়নাল ওই গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, হত্যার জায়গা থেকে আয়নালের বাড়ি মাত্র ১০০ গজ দূরে।
মেহেদী মোবাইল ফোনে বলেন, 'আয়নাল একজন চিহ্নিত ডাকাত। গ্রামবাসী তার ওপর ক্ষুব্ধ ছিল। তার বিরুদ্ধে সোমবার রাতে একটি অটোরিকশা ডাকাতির অভিযোগ ওঠায় গ্রামবাসী জড়ো হয়ে আয়নালকে গণপিটুনি দেয়।'
ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়েছে জানিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে।'
তিনি জানান, আয়নালের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, মুখ-মণ্ডল ও মাথা থেঁতলে দেওয়া হয়েছে।
পুলিশের রেকর্ড অনুসারে, আয়নালের বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষণসহ অন্তত সাতটি মামলা রয়েছে। একাধিকবার তিনি গ্রেপ্তারও হয়েছেন।
'আয়নালের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। তারা মামলা করতে রাজি হননি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে,' বলেন এই পুলিশ কর্মকর্তা।
Comments