​দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকের চাপা, ঘটনাস্থলেই নিহত ২ তরুণ

Road accident logo
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকের চাপায় দুই তরুণ নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে জেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​

নিহতরা হলেন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুঙ্গলা রায়ের ছেলে বিধান কুমার রায় (১৭) এবং একই গ্রামের বাদল রায়ের ছেলে সুদেব রায় ওরফে রাজারাম (১৮)।

আহতরা হলেন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাজু (২৩), কুলবাগান গ্রামের আনোয়ার মোল্লার ছেলে হোসেন (১৯), আলমপুর গ্রামের হামিদুলের ছেলে সামাউল (১৯) এবং একই গ্রামের আব্দুল আলিমের ছেলে সিয়াম (১৮)। ​

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের পর একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং চারজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনার পর আজ বুধবার সকাল ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্রাকটি আটক করতে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

9h ago