নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচা বাজারে ট্রাক, নিহত ২

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ শুক্রবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচা বাজারে ঢুকে পড়েছিল।
নিহত দুজন হলেন—ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ার চরের বাসিন্দা আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের হালিম মিয়া (৬০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাহাবুর রহমান জানান, হালিম মিয়া বাজারে মুরগি বিক্রি করতে এসেছিলেন। ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, 'ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সিএনজিচালিত দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর কাঁচা বাজারে ঢুকে পড়ে। এতে কয়েকজন গুরুতর আহত হন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আঙ্গুর মিয়াকে মৃত ঘোষণা করেন।'
'জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থলে ট্রাক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি,' বলেন সাহাবুর রহমান।
Comments