টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত, আহত ১০

বাসের নিচে চাপা পড়ে মা-মেয়ে মারা যান। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরগামী একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে এক নারী ও তার মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁদপুরের দোয়ালিয়া গ্রামের মঞ্জুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। 

স্থানীয় জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়েছিল। ফায়ার সার্ভিসকর্মীরা বাসের নিচে চাপা পড়া মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।'

তিনি বলেন, 'সেজুতি ট্রাভেলসের বাসটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাচ্ছিল। ইনাতনগর এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের সামনের দিকে বসা মঞ্জুরা ও তার মেয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia no more

She breathed her last at around 6am, shortly after Fajr prayer

15m ago