ছুটি কাটাতে এসে দিনাজপুরে বাস চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
দিনাজপুর সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার নশিপুর গ্রামের দিনাজপুর–দশমাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার খানপুর কৈতুর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মারজিনা বেগম (৫০), তার পুত্রবধূ তানজিমা বেগম (৩৫) এবং দুই নাতনি সাদিয়া (১২) ও সাম্মি (৭)।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুরগামী একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং কয়েকজন গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসকর্মীরা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হন মারজিনা বেগমের শ্বশুর মোকবুল হোসেন (৭৯)। তিনি বলেন, 'দুপুরে খাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে কান্তুজিউ মন্দির এলাকায় রাশমেলা দেখতে রওনা হয়েছিলাম। মুহূর্তেই সব শেষ হয়ে গেল। কিছুই ভাবতে পারছি না।'
নিহত দুই শিশু চিরিরবন্দর উপজেলার আব্দুস সালামের মেয়ে। ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিলো তারা।
দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।'
সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।


Comments