৫ জেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৯, আহত আরও ৮
দেশের পাঁচ জেলা—টাঙ্গাইল, কুষ্টিয়া, নরসিংদী, পটুয়াখালী ও কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।
আজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় থেমে থাকা প্রাইভেটকারের যাত্রী মা ও তার ৮ মাস বয়সী মেয়ে নিহত হয়।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার জিসান কবির পিপুরের স্ত্রী সাদিয়া কবির (৩২) এবং তার ১০ মাস বয়সী মেয়ে তাজরি কবির প্রিয়ম।
গোড়াই হাইওয়ে থানার ওসি সারওয়ার আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। গোরাই এলাকায় রাস্তার পাশে প্রাইভেটকারটি থামলে পেছন থেকে আসা একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে মা ও তার শিশুকন্যা নিহত হন। এসময় গাড়ির চালকসহ আরও ২জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় পণ্যবাহী পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ষোলদাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে রশিদ (২০) ও একই উপজেলার বীজনগর গ্রামের হাবিবের ছেলে সিয়াম (২০)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মমিনুল ইসলাম।
নরসিংদী
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছে।
আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নরসিংদী সদর উপজেলার জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় এক নারী নিহত হন। এসময় তার কোলে থাকা শিশুটি আহত হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।'
এর আগে সকালে বেলাবো উপজেলায় খামারেরচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক রুবেল (৩০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন।
নিহত রুবেলের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। আহতরা হলেন—নেত্রকোণার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।'
পটুয়াখালী
পটুয়াখালীর দুমকিতে অটোরিকশা ও সিমেন্টবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালী-বাউফল আঞ্চলিক মহাসড়কের রাজাখালীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, বগা থেকে যাত্রীবাহী অটোরিকশা পিছাখালী ব্রিজ এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী টমটমের সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে ৬ বছর বয়সী শিশু রবিউল নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর ইব্রাহিম খান (৬০) নামে আরও একজন নিহত হন।
শিশুটির বাবা আ. কাদেরের (৫০) অবস্থা আশংকাজনক বলে জানায় পুলিশ। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত সুমন সরদারও (২৫) হাসপাতালে ভর্তি।
নিহত ও আহত সবার বাড়ি বাউফল উপজেলায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও টমটমটিকে জব্দ করে দুমকি থানায় আনা হয়েছে।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহম্মেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক যুবক।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহম্মেদের বাড়ি ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামে। আহত যুবকের নাম জাহাঙ্গীর আলম অপু। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফারুক আহম্মেদ তার বন্ধু জাহাঙ্গীর আলম অপুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে আন্ধারীরঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।'
দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে চালকরা ঠিকভাবে দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।


Comments