বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি

সিআইডিকে ২ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আগামী ২ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব নতুন এই তারিখ নির্ধারণ করে আদেশ দেন। এদিন এই মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত সুপারিনটেনডেন্ট রায়হান উদ্দিন খান সময় চেয়ে আবেদন করেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে এ নিয়ে সিআইডি ৬৬ বার সময় নিলো।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়। বাংলাদেশ ব্যাংকের দাবি, 'হ্যাক' করে এ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে পাঠানো হয়।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারা এবং তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৪ ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

2h ago