সাভারে স্কুল শিক্ষার্থী সুমনা হত্যাকারীদের ফাঁসি দাবি

ছবি: স্টার

ঢাকার সাভারে লিটল স্টার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী সুমনা আক্তার (১৬) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজ শনিবার সকাল ১১টার দিকে সাভারের বিরুলিয়া রোডের শাহীবাগ এলাকায় মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে নিহত সুমনার বাবা নির্মাণ শ্রমিক মোহাম্মদ সুমন বলেন, 'সুমনা গত ২৬ জুন সন্ধ্যা ৭টার দিকে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজি করেও না পেয়ে গত ৮ জুন ওই ঘটনায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করি। ১২ আগস্ট আমাদের এলাকার একটি পোশাক কারখানার সামনে মেয়ের ছবি টাঙ্গানো দেখে জানতে পারি নিখোঁজের রাতেই মেয়ের মরদের উদ্ধার করেছে পুলিশ।'

'পরে পুলিশে যোগাযোগ করা হলে হত্যায় জড়িত স্থানী বাজার বাস স্ট্যান্ড এলাকার হকার আশিক (২২), রাকিব (২০), সাকিব (২০) ও মিজানুর রহমান (২০) কে গ্রেপ্তার করে পুলিশ। ওরা আমার মেয়েকে হত্যা করেছে। আমি ওদের ফাঁসি চাই,' তিনি যোগ করেন।

লিটল স্টার স্কুল অ্যান্ড কলেজর প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম খান বলেন, 'সুমনা আমাদের প্রতিষ্ঠানের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল। পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনে বিচার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।'

যোগাযোগ করা হলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, হত্যার সঙ্গে সরাসরি জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।'

'সুমনাকে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান আসামিরা। সুমনার শরীরে ১৪টি আঘাতের চিহ্ন ছিল,' যোগ করেন ওই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Any wrong decision could allow the return of 'fascist' forces: Tarique

'Fascism, extremism and radicalism could rise,' says BNP acting chief

37m ago