সাভারে হাউজিং কোম্পানির জমি নিয়ে বিরোধ, দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আহতদের এনাম মেডিকেলে ভর্তির পর বাইরে অপেক্ষারত স্বজনরা। ছবি: স্টার

ঢাকার সাভারে হাউজিং কোম্পানির জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৮ জন।

গতকাল বুধবার রাত ৮টার দিকে সাভারের বনগাঁ ইউনিয়নের বেরাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় জাকির গ্রুপ ও বাবুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, নিশান হাউজিংয়ের জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জাকির ও বাবুল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। নিশান হাউজিংয়ের পক্ষে কাজ করছিলেন বাবুল ও বিপক্ষে কাজ করছিলেন জাকির। সেই বিরোধের জেরেই গতকালের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বাবুল গ্রুপের আহত আলিম মিয়া বলেন, 'রাত ৮টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় সন্ত্রাসী জাকির ও তার বাহিনীর ৩০-৪০ জন এসে আমাদের ওপর হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমাদের আবু সাইদ মারা গেছে।'

তিনি বলেন, 'আমিসহ আমাদের অন্তত ৮ জন আহত হয়েছে। প্রত্যেকেই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের বাবুল ভাই আইসিইউতে ভর্তি।'

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, 'একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আরও ৮ জন আহত অবস্থায় এসেছেন। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

তিনি জানান, নিহত ও আহত প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন বলেন, 'হাউজিংয়ের পক্ষ হয়ে এলাকার কৃষকদের জমি দখল করে আসছিল বাবুল ও তার লোকজন। প্রতিবাদ করায় আমার অফিসে হামলা করতে আসে তারা। পুলিশকে জানালে পুলিশ অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। আমি থানায় অভিযোগ দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। পরে খবর পাই আমার লোকজনের ওপর হামলা করেছে এবং দুইপক্ষের মারামারি হয়েছে।'

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'জমি নিয়ে বিরোধে স্থানীয় জাকির গ্রুপ ও বাবুল গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাবুল গ্রুপের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago