নাটোরে হাতে হাতকড়া পরানো মরদেহ উদ্ধার

মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরে হাতে হাতকড়া পরানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১১টায় দিকে উপজেলার মাঝগাঁও বোয়ালবিল থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক।

তিনি বলেন, 'মঙ্গলবার সকালে বোয়ালবিলে গলায় রশি ও হাতে হাতকড়া পরানো মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।'

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি তদন্ত করছে সিআইডি, পিবিআই এবং জেলা পুলিশের টিম। তদন্ত দল মরদেহের আলামত সংগ্রহ করেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

41m ago