স্কুলশিক্ষার্থী ইয়াসিন হত্যা: নাটোরে শেখ হাসিনা-শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা
শেখ হাসিনা। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাটোরে স্কুলশিক্ষার্থী ইয়াসিন ইসলামকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ রোববার দুপুরে নিহত ইয়াসিনের বাবা ফজের আলী নাটোর সদর থানায় এ মামলা দায়ের করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে নাটোরে সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে সেখান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়।

ওই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান ফজের আলীর ছেলে ইয়াসিন ইসলাম।

মামলার এজাহারে ফজের আলী অভিযোগ করেন, তার ছেলে ইয়াসিন ইসলাম নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়। ৪ আগস্ট সকালে ইয়াসিন শহরের মাদ্রাসা মোড়ে আন্দোলন করার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অন্য আসামিরা তার ছেলেকে মারধর করেন। পরে তারা কান্দিভিটার শিমুলের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে তাকে নিয়ে আটকে রাখে। 

পরদিন শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর ইয়াসিন ইসলামকে হত্যার উদ্দেশ্যে আটকে রেখে বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যান শফিকুল ইসলাম শিমুল। 

পরদিন সকালে ওই বাড়িতে গিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ইয়াসিনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মিজানুর রহমান বলেন, 'এজাহার পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হচ্ছে।'

এজাহারে উল্লেখ করা অপর আসামিরা হলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, প্যানেল মেয়র আরিফুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, নাটোর কোর্টের জিপি আব্দুল মালেক শেখ, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরী প্রমুখ।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago