নাটোরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার

নাটোর শহরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

নাটোর শহরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের কারবালা মোড় এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি শহরের একজন ঠিকাদারের নামে লাইসেন্স করা বলে জানিয়েছে পুলিশ।

গত রাতে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে সংবাদ ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।

তিনি জানান, রোববার রাতে শহরের স্টেশন এলাকায় ঠিকাদার আশফাকুল ইসলামের বাড়ির সামনে থেকে একটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের লাইসেন্সধারী মালিক আশফাকুল ইসলাম। এ অস্ত্র দিয়ে তিনি সন্ত্রাসী কায়দায় গত ৫ আগস্ট গুলিও চালিয়েছেন বলে জানতে পেরেছি। উদ্ধার হওয়া অস্ত্রটিসহ আরো কয়েকটি অস্ত্র তার বেহাত হয়েছে বলে তিনি (আশফাকুল) পুলিশকে জানিয়েছেন।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

50m ago