হেফাজতে মৃত্যুর অভিযোগে বিক্ষোভ-ভাঙচুর, পুলিশ বলছে গাড়ি চাপায় নিহত

গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মৃতের স্বজনেরা। ছবি: সংগৃহীত

পুলিশি হেফাজতে আত্মীয় মারা যাওয়ার অভিযোগে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মৃতের স্বজনেরা।

আজ বুধবার সকাল ১১টার দিকে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার কয়েকজনকে বুধবার ভোরে আটক করে পুলিশ। তাদের মধ্য রবিউল গুরুতর আহত হন। সকাল ১১টার দিকে তার মৃত্যুর খবর স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে স্বজনেরা সড়কের ওই এলাকায় অবরোধ করেন। এসময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রবিউলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় নিয়ে আসতে বলা হয়। পরে তিনি তার আত্মীয়দের সঙ্গে থানায় আসার সময় গাড়ি চাপায় নিহত হন। পরে পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এরই জেরে মহাসড়ক অবরোধ করে মৃতের স্বজনেরা ওই ঘটনা ঘটায়। রাস্তা থেকে পুলিশ স্বজনদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

Comments

The Daily Star  | English

Central bank at odds with BPO over Nagad’s future

The discord became apparent after Faiz Ahmed Taiyeb, special assistant to the chief adviser with authority over the Ministry of Posts, Telecommunications and IT, sent a letter to the BB governor on May 12 and posted the letter to his Facebook account recently

49m ago