কাতার বিশ্বকাপ আয়োজনে নিহত-আহত শ্রমিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

ফুটবল বিশ্বকাপ ২০২২। ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতারে ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে হোটেল, স্টেডিয়াম ও আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজ করতে গিয়ে নিহত ও আহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে এসব প্রবাসী শ্রমিকের তালিকা তৈরি করে তা আদালতে জমা দিতে বলা হয়েছে।

একইসঙ্গে এসব নিহত ও আহত প্রবাসী শ্রমিকদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ডিসেম্বরে দায়ের করা এ সংক্রান্ত এক রিট আবেদনে মাসুদ আর সোবহান বলেন, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারে হোটেল ও স্টেডিয়াম নির্মাণ করতে গিয়ে অন্তত ৪৫০ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেখানে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে অত্যন্ত অমানবিক আচরণ করা হয় বলেও তিনি আবেদনে  উল্লেখ করেন।

মাসুদ আর সোবহান দ্য ডেইলি স্টারকে জানান, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারে অভিবাসী শ্রমিকদের মৃত্যু ও আহত হওয়ার বিষয়ে বিবিসি ও সিএনএন-এর প্রকাশিত প্রতিবেদনগুলো তিনি রিট আবেদনে সংযুক্ত করেছেন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago