কাতারে ইরানের রাষ্ট্রদূতকে তলব

কাতারে মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাত গতকাল। দোহা থেকে দেখা যায় আকাশে ধোঁয়ার রেখা স্পষ্ট। ছবি: রয়টার্স

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—তারা এ হামলার কঠোর নিন্দা জানাচ্ছে। এই ধরনের গুরুতর লঙ্ঘনের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার কাতারের আছে।

ইরানের এই হামলার ফলে কাতারে মার্কিন সামরিক স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ট্রাম্পের প্রস্তাব মেনে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল।

Comments

The Daily Star  | English

Fakhrul slams consensus commission for omitting BNP's dissent notes

Yunus must ensure reforms and a fair election or take responsibility, he says

7m ago