তেহরান ও ইসফাহানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সংলাপে বসতে চায় ইরান সরকার
জীবনযাত্রার মানের অবনতি ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানের রাজধানী তেহরান এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরানে দফায় দফায় অস্থিরতার মধ্যে আজ মঙ্গলবার এই বিক্ষোভ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মুদ্রার ব্যাপক দরপতনের ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়াকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইতোমধ্যে পদত্যাগ করেছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের 'যৌক্তিক দাবিগুলো' শোনার নির্দেশ দিয়েছেন।
সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানিও রয়টার্সকে জানান, বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।
রয়টার্সের তথ্যমতে, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানি রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। উন্মুক্ত বাজারের হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, সোমবার রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরও লেখেন, 'মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থার সংস্কার এবং জনগণের ক্রয়ক্ষমতা বজায় রাখতে আমরা মৌলিক পদক্ষেপগুলোকে অগ্রাধিকার দিচ্ছি।'
রয়টার্স জানায়, ২০২২ সালে রুটি-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান।
নৈতিকতা পুলিশের হেফাজতে ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় ২০২৩ সালে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটির ধর্মীয় শাসকেরা সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়েন।
এর আগে বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনী সংলাপের পরিবর্তে সহিংস দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের পথ বেছে নিয়েছিল।
এদিকে ইরান এখনো তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করে, তবে তিনি ইসরায়েলের আরেক দফা বিমান হামলায় সমর্থন দিতে পারেন।
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পারমাণবিক কর্মসূচি ঠেকাতে ইরানে ১২ দিন ধরে বিমান হামলা চালায়।
এদিকে ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি।


Comments