ইভ্যালির সিইও-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা চালাতে বাধা নেই

মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলার বিচারকার্যক্রম নিম্ন আদালতে চালানো যাবে।

আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর বিচার কার্যক্রম স্থগিত চেয়ে রাসেল ও শামীমার করা আবেদন খারিজ করে দেন।

ফরহাদ হোসেন নামে এক গ্রাহকের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহশিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাসেলের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারকার্য চালিয়ে যেতে সংশ্লিষ্ট নিম্ন আদালতের জন্য কোনো আইনি বাধা নেই এবং শামীমার ক্ষেত্রেও হাইকোর্টের এই আদেশ অনুসরণ করতে হবে।'

'গ্রাহকদের পণ্য দেওয়ার জন্য জাল চেক এবং প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে সারা দেশে সংশ্লিষ্ট আদালতে তাদের বিরুদ্ধে কয়েক শতাধিক মামলা দায়ের করা হয়েছে', বলেন তিনি।

শামীমা বর্তমানে জামিনে ও রাসেল এখন কারাগারে আছেন বলেও জানিয়েছেন এই আইনজীবী।

তবে, রাসেল ও শামীমার আইনজীবী আহসানুল করিম ডেইলি স্টারকে বলেন, আগামীকাল হাইকোর্ট এ বিষয়ে আদেশ দেবেন।

Comments

The Daily Star  | English

Sheikh Hasina sentenced to death for crimes against humanity

The three-member International Crimes Tribunal passed the verdict today.

11m ago