জামিন পেয়েছেন অধিকারের আদিলুর-নাসির

জামিন পেয়েছেন অধিকারের আদিলুর-নাসির
আদিলুর রহমান খান। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার

বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আইসিটি আইনে করা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান হাইকোর্টে জামিন পেয়েছেন।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এমদাদুল হক আজাদের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

২০১৩ সালের ৫-৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এ মামলা করা হয়েছিল।

গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদিলুর নাসিরকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পরে ২৫ সেপ্টেম্বর আইনজীবীদের মাধ্যমে আদিলুর ও নাসির হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে আপিল আবেদন জমা দেন। আবেদনে নিম্ন আদালতের রায় বাতিল এবং অভিযোগ থেকে খালাস চাওয়া হয়।

 

Comments

The Daily Star  | English

New IPO rules may discourage investors

The new draft rules on initial public offerings (IPOs) are complex and discouraging for investors and entrepreneurs, according to stakeholders..They voiced their concerns yesterday at a consultation programme on the draft rules for public offerings and equity securities, organised by the D

28m ago