১৫ বছর কোনো গ্যাসকূপ খনন হয়নি, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: ইউএনবি থেকে নেওয়া

গত সাড়ে ১৫ বছরে (শেখ হাসিনার আমল) দেশে কোথাও কোনো গ্যাস কূপ খনন করা হয়নি বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, এই ১৫ বছর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) বসিয়ে রাখা হয়েছিল।

আজ শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে, তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।

তিনি আরও বলেন, ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। এ ছাড়া গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতি নিরসনের চেষ্টা চলছে।

উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীসহ পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

Comments

The Daily Star  | English

Land of (dying) rivers

On World Rivers Day, we look into the current state of our rivers and how these once majestic rivers are being held hostage to greed and negligence.

3h ago