ভোরে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন

আগুনে পুড়ে যাওয়া স্লিপার। ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা অবরোধের মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোলাঘাটে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোরে গোলাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় আগুন দেওয়ার এই ঘটনা ঘটে।

ঢাকা ময়মনসিংহ রেলপথের কাওরাইদ জংশনের স্টেশন মাস্টার আল আমিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন দেওয়ার পর পুলিশ ও স্থানীয়রা কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেল চলাচলও স্বাভাবিক আছে।

শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, 'এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।'

এর আগে গতকাল অবরোধের মধ্যে নাশকতার আশঙ্কায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের ১৩ পয়েন্ট আনসার বসায় প্রশাসন।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur’s Kalshi

Cause of the fire could not be known immediately

1h ago