জয়দেবপুরে লাইনচ্যুত মোহনগঞ্জ এক্সপ্রেস, উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল ব্যাহত

ট্রেনটি লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর জংশনের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ও উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর স্টেশন মাস্টার মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসটি জয়দেবপুর জংশনে পৌঁছানোর আগেই পেছন দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। 

ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। 

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে।

স্টেশন মাস্টার বলেন, 'বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago