ট্রেন লাইনচ্যুত

১৪ ঘণ্টায়ও চালু হয়নি ঢাকা-খুলনা রুটের রেল চলাচল

লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি লাগেজ কোচ লাইনচ্যুত হওয়ার পর থেকে ১৪ ঘণ্টা ধরে ঢাকা-খুলনা রুটে রেল চলাচল বন্ধ আছে।

ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সুমন বড়ই জানান, শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে ভাঙ্গা জংশন ছেড়ে যাওয়ার পরপরই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বামনকান্দা এলাকায় লাইনচ্যুত হয়। এতে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ।

পাকশী রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুনের ভাষ্য, পয়েন্টম্যান নজরুল ইসলাম অনুমতি ছাড়া সিগন্যাল পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সুমন বড়ই জানান, ক্রেন ও রেলওয়ে কর্মীদের সহায়তায় লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে।

ভাঙ্গা রেলওয়ে জংশনের ইনচার্জ উপপরিদর্শক খাইরুজ্জামান সিকদার বলেন, দুর্ঘটনার পর ট্রেনের প্রায় ৭০০ যাত্রী ব্যাপক ভোগান্তির শিকার হন এবং অনেকে রাতেই সড়কপথে খুলনার উদ্দেশ্যে রওনা হন । ট্রেনটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago