পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন চলাচল শুরু

জাহানাবাদ এক্সপ্রেস। ছবি: ইউএনবি
জাহানাবাদ এক্সপ্রেস। ছবি: ইউএনবি

দীর্ঘ প্রতিক্ষার পর খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন 'জাহানাবাদ এক্সপ্রেস' যাত্রা শুরু করেছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ট্রেনটি।

এর আগে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশি) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার খুলনা রেলস্টেশন থেকে ভোর ৬টায় একটি ট্রেন পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

জানা গেছে, পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন মাত্র সাড়ে তিন ঘণ্টায় পরীক্ষামূলকভাবে খুলনায় এসেছিল গত ২৪ নভেম্বর। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিয়মিতভাবে খুলনা-ঢাকা রেলপথে এই ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। সেই দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার এই যাত্রা শুরু হয়েছে।

খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন রাত ৯টা ৪৫ মিনিটে ১৪টি বগি নিয়ে 'সুন্দরবন এক্সপ্রেস' ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। আর নতুন রুটটিতে খুলনা থেকে নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, পদ্মবিলা, কাশিয়ানী, ভাঙ্গা পদ্মা সেতু দিয়ে ঢাকা এতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার ( ভারপ্রাপ্ত) মো. আশিক আহমেদ বলেন, 'জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) মঙ্গলবার ভোর ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই ট্রেন ঢাকায় কমলাপুর স্টেশন পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। আবার রাত ৮টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেবে।

সপ্তাহে সোমবার বাদে বাকি দিনগুলো এই রুটে চলাচল করবে বলে তিনি জানান।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago