কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী–ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করে যাচ্ছিল। সেসময় আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি অংশের রেললাইনে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়।
মৃতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওসি জাকির হোসেন বলেন, মৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।


Comments