‘বর্তমান চেয়ারম্যানের হামলায়’ সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

‘বর্তমান চেয়ারম্যানের হামলায়’ সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
শেখর কুমার শিকদার | ছবি: সংগৃহীত

পিরোজপুরে নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের হামলায় সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা দ্য ডেইলি স্টারকে শেখরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত ব্যক্তির মরদেহ নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

'তদন্তের পরে বলা যাবে ঠিক কী ঘটেছিল এবং কীভাবে শেখর নিহত হয়েছেন,' বলেন তিনি।

সাবিহা আরও বলেন, নিহত ব্যক্তির এক হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্র অনুসারে, শেখর ও মিঠুন বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে গিয়েছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মিঠুন ও তার লোকজন শেখরের ওপর হামলা চালান।

স্থানীয়রা উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে মিঠুন হালদারের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি।

Comments

The Daily Star  | English

Tk 50 lakh reward offered for helping capture Hadi’s attackers

Govt launches Operation Devil Hunt Phase Two to combat illegal arms ahead of elections, home adviser says

36m ago