ইউপি চেয়ারম্যানের ঘর থেকে ভিজিএফের ১৭ টন চাল জব্দ

প্রতি‌টি ৫০‌ কে‌জি ওজনের মোট ৩৫০ বস্তা চাল মজুত করেছিলেন ওই ইউপি চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপ‌জেলার এক ইউপি চেয়ারম্যানের ঘর থে‌কে সা‌ড়ে ১৭ টন ‌ভি‌জিএ‌ফের চাল জব্দ ক‌রা হয়েছে। 

এই চাল জেলেদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু উপজেলার আঙ্গা‌রিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ‌সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়া এসব চাল বাড়িতে মজুত করেছিলেন।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শা‌হিন গতকাল শ‌নিবার রাত সা‌ড়ে ১০টার দিকে ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে চাল জব্দ ক‌রেন।

ইউএনও দ্য ডেইলি স্টারকে জানান, প্রতি‌টি ৫০‌ কে‌জি ওজনের মোট ৩৫০ বস্তা চাল জব্দ করা হ‌য়ে‌ছে। সরকারি চাল গোডাউন ছাড়া অন্য কোথাও রাখার নিয়ম নাই। 

তিনি আরও বলেন, 'এই চাল খাদ্য গুদামে মজুত থাকার কথা। এরপরও সাময়িক সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গুদামে রাখতে হবে। এর বাইরে কারও ব্যক্তিগত বাড়িতে অথবা অন্য কোথাও এসব সরকারি চাল রাখার সুযোগ নেই।'

ঘটনার সময় চেয়ারম‌্যান গোলাম মর্তুজা বাড়ি‌তে ছি‌লেন না। টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, ইউনিয়ন পরিষদ ভবন দূরে হওয়ায় তার এলাকার জেলেদের মধ্যে বিতরণ করার জন্য এ চাল তার বাড়িতে রেখেছিলেন। 

Comments

The Daily Star  | English

Bangkok sinkhole sparks warnings for Dhaka’s future

Experts say Dhaka’s unchecked urbanisation and groundwater depletion heighten risks of sinkholes and subsidence

1h ago