নাটোরে কিশোর গ্যাংয়ের হামলায় ২ ব্যবসায়ী আহত

প্রতীকী ছবি | স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাটোরের লালপুরে দোকানে ভাঙচুর চালিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাং সদস্যরা। 

এর প্রতিবাদে দোকান বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয় ব্যাবসায়ীরা। পরে লালপুর থানা পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার দুপুরে লালপুর বাজারে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন-নুরুল্লাহপুর গ্রামের আহির (২১) ও রামকৃষ্ণপুর গ্রামের আশিকুজ্জামান (২৮)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বাজারে দোকানমালিক আহির সঙ্গে একটি কোম্পানির বিক্রয়কর্মী মাসুমের কথা কাটাকাটি হয়। এর জেরে মাসুম একই গ্রামের অপূর্বসহ কয়েকজনকে ডেকে নিয়ে এসে আহির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে আহত করে।'

পরে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি জানান, ঘটনার পর জড়িত কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন লালপুর বাজারের ব্যাবসায়ীরা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

লালপুর বণিক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক ডেইলি স্টারকে বলেন, 'ব্যবসায়ীর ওপর হামলা মেনে নেওয়া যায় না। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।'

হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলেছে বলে ওসি নাছিম আহমেদ জানান।

Comments

The Daily Star  | English

Khatunganj: The fading glory of a trading hub

Once the country’s largest trading hotspot, the wholesale market is now losing its old rhythm amid cash crises, loan scams, crumbling infrastructure

13h ago