নাটোর

ট্রাক থামিয়ে কোরবানির ৪ গরু ডাকাতি

মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রামে ট্রাক থামিয়ে এক গরুর ব্যাপারীকে মারপিট করে চারটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার ভোররাত ১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকটির চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—পাবনার চাটমোহর উপজেলা মথুরাপুর গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে আব্দুল আলীম (৩২) ও আনকুটিয়া গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে স্বাধীন হোসেন (২০)।

আহত গরু ব্যবসায়ী দবির উদ্দিন (৫৬) পাবনার ঈশ্বরদী উপজেলার সারিকাজি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

গরুগুলোর মালিক শাজাহান কবির সাজু বলেন, 'ঢাকায় কোরবানির হাটে বিক্রির জন্য চারটি গরু ট্রাকে করে পাঠাচ্ছিলাম। ছয় লাখ ৩০ হাজার টাকা দিয়ে গরুগুলো কিনেছি। আমার ধারনা, ট্রাকের চালক ও তার সহকারীকে ভালো করে জিজ্ঞাসাবাদ করলে গরুগুলো উদ্ধার করা যাবে।'

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, 'এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুজন আটকও রয়েছে। গরু উদ্ধার এবং এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছেন তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'

Comments

The Daily Star  | English

Some banks hit by capital squeeze

State-owned, Islamic Shariah-based, and specialised banks have seen deeper deterioration in their financial positions, whereas private commercial banks and foreign banks remain on firmer ground.

9h ago