গাবতলী হাটের উটটি বিক্রি হয়নি, দামে উঠেও মেলেনি ক্রেতা

অবিক্রিত থেকেছে গাবতলী হাটের একমাত্র উটটি। ছবি: শাহীন মোল্লা/স্টার

গাবতলীর কোরবানির পশুর হাটে এবার গরুর বিক্রি ভালো হলেও বেচাকেনায় পিছিয়ে পড়েছে উট। হাটে পশু ব্যবসায়ী আমজাদ হোসেন গত দুই বছর ধরে একটি করে উট বিক্রি করলেও এবার ঈদের দিন পর্যন্ত তার একমাত্র উটটি অবিক্রিত।

আজ শনিবার সকালে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই বছর আগে রাজস্থান থেকে তিনটা উট কিনে এনেছিলাম। সেবছর একটা বিক্রি হয়েছে, গতবছর একটা। কিন্তু এবার আর কেউ উট কিনেনি।

'২৫ লাখ টাকা চেয়েছিলাম, ২২ লাখ পর্যন্ত দাম উঠেছিল। তাতেই বিক্রি করতাম। কিন্তু ওই ক্রেতা শেষে আর কেনার সাহস করেনি,' যোগ করেন আমজাদ। 

তার মতে, 'এত টাকা দিয়ে উট কিনলে পরে যদি মানুষ ঘাঁটাঘাঁটি করে, এই টাকা কোত্থেকে এলো? এই ভয়ে কেউ কেনে না উট।' 

গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় এসেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। তখন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। অবৈধ অর্থ উপার্জন ও তথ্য লুকানোর দায়ে পরে গ্রেপ্তার হন মতিউর ও তার স্ত্রী।

'উটের চাহিদা ছিল এবারও। কিন্তু বিপদের কথা চিন্তা করে কেউ কেনেনি,' বলেন আমজাদ।

উট বিক্রি না হলেও আমজাদের কাছে থাকা ২৫টা ভুটানি গরুর মধ্যে ১৬টিই বিক্রি হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

36m ago