ষোড়শ সংশোধনী বাতিল: রিভিউ আবেদনের শুনানি অক্টোবরে

জয় বাংলা স্লোগান নিয়ে সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের ওপর অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুনানি হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রিট আবেদনকারীর প্রধান আইনজীবী মনজিল মোরসেদ রিভিউ আবেদনের ওপর শুনানির জন্য শুনানির দিন ধার্য করার আবেদন করেন।

ষোড়শ সংশোধনী পুনর্বহাল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান বাতিল এবং এর কিছু পর্যবেক্ষণ বাতিল করার বিষয়ে সরকারের প্রার্থনা বিবেচনা করতে পারে এমন ৯৪টি কারণ দেখিয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আপিল বিভাগে ৯০৮ পৃষ্ঠার রিভিউ পিটিশন দাখিল করে।

ষোড়শ সংশোধনী পৃথকীকরণ ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী হওয়ায় ২০১৬ সালের মে মাসে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। আপিল বিভাগ আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

Comments

The Daily Star  | English

Cops charge batons, fire tear shells as students enter Secretariat

40 of the injured were brought to Dhaka Medical College Hospital

3h ago