সীতাকুণ্ডে ১৮ হাজার ঘনফুট পাহাড় কেটে দোকান-খামার, ৪ মামলায় আসামি ৩৯

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল লতিফপুর এলাকায় মোট ১৮ হাজার ঘনফুট পাহাড় কাটার অপরাধে চারটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ মঙ্গলবার সন্ধ্যায় অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বাদী হয়ে বন্দরনগরীর আকবরশাহ থানায় মামলাগুলো দায়ের করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'চারটি সিন্ডিকেট পরস্পরের সহযোগিতায় কয়েক মাস ধরে এসব পাহাড় কেটে পাকা ভবন, মুরগির খামার, দোকানপাট, প্লট নির্মাণ করেছে। তারা এসব পাহাড় ধ্বংস করে ব্যবসা করেছে।'

আশরাফ উদ্দিন আরও বলেন, 'পরিদর্শন ও তদন্ত করে নিশ্চিত হওয়ার পর আমরা চারটি মামলা করেছি। এসব মামলায় মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে।'

গত সপ্তাহে বন্দরনগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড় কেটে রেস্টুরেন্ট নির্মাণের অপরাধে একজনের বিরুদ্ধে মামলা ও একাধিক স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

13h ago