সাবেক আইজিপি মামুন আরও ৪ দিনের রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহতের ঘটনায় করা মামলায় আজ রোববার তাকে আদালতে হাজির করা ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, নিউমার্কেট থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোরাদ খান আজ সাবেক আইজিপিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

নিহত ব্যবসায়ী ওয়াদুদের শ্যালক আবদুর রহমান গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় এ মামলা করেন।

পুলিশের আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় একই আদালত।

কোটা আন্দোলনে মো. তাহির জামান প্রিয়র মৃত্যুর ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা আরেকটি মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

আন্দোলনে এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইজিপিকে গত ২৪ সেপ্টেম্বর চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।

 

Comments

The Daily Star  | English

Tarique says return not entirely within his control as Khaleda critically ill

'Our family hopes that once the political realities reach the expected stage, my long wait to return to my homeland will finally end'

1h ago