নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় যুবককে গুলি করে হত্যা

স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনায় এই ঘটনা ঘটে।

নিহত হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে। তাকে বুকে ও মাথায় গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন তার নিজের এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন। সেখানে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যান। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীতে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মাহমুদুল কবির বাশার বলেন, 'মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

7h ago