হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা নারী আইনজীবীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা আইনজীবী সমিতির এক নারী আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত আইনজীবী নুপুর আক্তার।

শুনানির পর বিচারক অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং আজই দিনের শেষে এ বিষয়ে আদেশ দিতে পারেন বলে জানিয়েছেন।

আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ ও ডিএমপির সাবেক  যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

নুপুর তার অভিযোগে বলেন, গত বছরের ৪ আগস্ট বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন, যেখানে তাকে গুলি করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি চিকিৎসা নেন।

হত্যার ২০৫টি, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ১৮টি, অপহরণের তিনটি, হত্যাচেষ্টার ১২টি এবং বিএনপির মিছিলে হামলার অভিযোগে একটিসহ শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ২৩৫টি মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Foreign banks profits vs social spending in Bangladesh

Foreign banks top profits, trail in social spending

CSR spending by multinational lenders was just 0.56% last year, compared with 9% by Islamic banks

12h ago