মামলা নিতে দেরি: গুলশান থানার ওসি বরখাস্ত

গুলশান থানা। ছবি: সংগৃহীত

ডাকাতির ঘটনায় মামলা নিতে দেরি করার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি তৌহিদের বিরুদ্ধে অভিযোগ, রাজধানীর গুলশান এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা নিতে দেরি করেন তিনি। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও তিনি বিষয়টি জানাননি।

অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, 'ওসিকে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।'

এ বিষয়ে মন্তব্য জানতে তৌহিদ আহমেদকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

গুলশান পুলিশ জানায়, যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে গত ১১ জানুয়ারি একদল ডাকাত গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গয়নাসহ বেশ কিছু জিনিস চুরি করে।

ঘটনার পর ওই ব্যবসায়ী বেশ কয়েকদিন ধরে একাধিকবার গুলশান থানায় যান। কিন্তু তিনি মামলা দায়ের করতে পারেননি। 

অবশেষে বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হলে ওসি তৌহিদকে বরখাস্ত করা হয়।

Comments

The Daily Star  | English

COP30, profit over people, and growing climate threats

The United Nations Climate Change Conference, known as COP, held its 30th session in Brazil. It was quite lengthy and expensive, yet at the end of it, the central problem remained: the much-needed transition away from fossil fuels still seems unachievable.

55m ago